স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা
ডা. পবন চন্দ্র দেবনাথের ২৬তম মৃত্যুবার্ষিকী ৫ জুলাই বুধবার। এ উপলক্ষে
তাঁর নিজবাড়িতে (বনগাঁও-২) পারিবারিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা
হয়। বহুমাত্রিক চিন্তা-চেতনার পুরোধা পুরুষ ছিলেন তিনি। কুলাউড়ার প্রত্যন্ত
অঞ্চলে বেড়ে ওঠেও ডা. পবন চন্দ্র দেবনাথ নিজের বিপ্লবী চিন্তা, আপোসহীন
মনোভাব ও সাংগঠনিক দক্ষতা দিয়ে খ্যাতি অর্জন করেন সর্বত্র। হৃদয়ে আজন্ম
ধারণ করেছিলেন চীনের কৃষি ও সাংস্কৃতিক বিপ্লবের তাৎপর্য।
প্রসঙ্গত,
ডা. পবন চন্দ্র দেবনাথ সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও
দৈনিক জনকণ্ঠের কুলাউড়া সংবাদদাতা সঞ্জয় দেবনাথের পিতা।