অনলাইন ডেস্কঃ সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় পুকুরের পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে নামা গেন্ডা এলাকায় একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে নামা গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তৌফিক। এসময় সে পুকুরের তলিয়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির অকাল মৃত্যুতে নামা গেন্ডা এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার পলাশী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। বাবার-মায়ের সঙ্গে সে নামা গেন্ডা এলাকায় হীরার বাসায় ভাড়া থাকতো।