গরু চুরি সন্দেহে ভারতে ২ মুসলমানকে পিটিয়ে হত্যা

গরু চুরি সন্দেহে ভারতে ২ মুসলমানকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্কঃ ভারতে গরু চুরি সন্দেহে দু'জন মুসলমানকে হত্যা করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে অভিযোগ, জবাই করার উদ্দেশ্যে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলের তারা। ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, এর আগেও ভারতে মুসলমানদের উপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোকে এজন্য দায়ী করা হয়েছিল।

খবরে আরও বলা হয়, ভারতের বেশ কিছু রাজ্যে গরুকে পবিত্র হিসেবে মনে করা হয় এবং কিছু রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ। একটি মানবাধিকার সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালের মে মাস থেকে গরু ইস্যুকে কেন্দ্র করে ১০ জন মুসলমানকে হত্যা করা হয়েছে।

আসামের একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, " দু'জন ব্যক্তি গ্রামের মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাবার সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করে এবং লাঠি দিয়ে পেটায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেবার আগেই তারা মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং দু'জনকে আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post