রাজিব
হাসান চৌধুরীঃ মানুষ মানুষের জন্য জীবন জিবনের জন্য কথাটি শুধু বইয়ের পাতায় রাখলে
চলবেনা বরং প্রত্যেক স্বশিক্ষিত মানুষের উচিত বাস্তব জিবনে প্রয়োগ করে প্রমান করা
যে মানুষ আসলেই মানুষের জন্য।
ছবিতে
যে মহিলাকে দেখছেন উনাকে গতো রবিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ৭ নং কুলাউড়া
ইউনিয়নের গাজিপুর গ্রামের ৪ নং ওয়ার্ড এর মহিলা মেম্বারন এর দোকানে পাওয়া যায়।
সকাল
১০ টার দিকে হঠাৎ করে এই মহিলা দোকানের ভেতরে প্রবেশ করেন এবং সারাদিন ৪ নং ওয়ার্ড
এর মহিলা মেম্বার বিন্দা রানী গোয়ালার ঐ দোকানের ভেতর বসে থাকেন। উনার
আচার আচরণের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী উনাকে কোনো ভদ্রলোকের মেয়ে বা স্ত্রী বলে মনে
করেন এবং উনি যে মানসিক ভারসাম্যহিন মহিলা তা বুঝতে পারেন যার
পরিপ্রেক্ষিতে মহিলা মেম্বার অত্র ওয়ার্ড এর মেম্বার নাদিম মাহমুদ রাজুকে বিষয়টি
অবহিত করলে মেম্বার সরেজমিনে উপস্থিত হয়ে কুলাউড়া থানার অসি সামসুদ্দোহা পিপিএম কে
ঘটনার বিস্তারিত জানিয়ে কি করা যায় জিজ্ঞেস করলে তিনি সাথে সাথে থানায় দায়িত্বে
থাকা এস আই সাব্বির আহসান কে ঘটনাস্থলে পাঠালে এস আই সাব্বির রাত আনুমানিক ১১ টায়
থানার ৭ নং কুলাউড়া ইউনিয়নের গাজিপুর গ্রামের ৪ নং ওয়ার্ড এর মহিলা মেম্বারনির দোকানে
এসে সরেজমিনে মহিলাকে দেখে তিনিও এলাকাবাসীর সাথে একমত হন যে মহিলাটি কোনো ক্রাইমার
নয় বরং মহিলাটি ভদ্র ঘরের মেয়েলোক তাই থানায় নেওয়ার কোনো প্রয়োজন নেই
বরং উনাকে মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরামর্শ দিলে মহিলা মেম্বারনি
বিন্দা রানী মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে রাত ১১ টা ৩০ মিনিটের দিকে মুটোফনে যোগাযোগের
চেষ্টা করলে ফোন বন্ধ পান যার পরিপ্রেক্ষিতে এস আই সাব্বির মহিলা মেম্বারনিকে সকাল
বেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার এর সাথে যোগাযোগ করে মহিলাকে উনার হাতে
তুলে দিতে এবং রাতে ঐ মহিলাকে মেম্বারনির হেফাজতে রাখার নির্দেশ দেন।
সকালে
মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মহিলা মেম্বারনিকে সমাজ সেবা অফিসার
এর সাথে যোগাযোগ করতে বলেন এই রিপোর্ট লিখা পর্যন্ত।
মানবিক
আবেদন পাঠক মহলের কাছে যদি কেউ এই মহিলাকে চিনে থাকেন তাহলে তার পরিবার কে জানাবেন
এবং নিম্নক্ত নাম্বারে যোগাযোগ করতে বলবেন।
সমাজ
সেবা কর্মকর্তাঃ 01748-873337 মুহম্মদ সুয়েব।
মহিলা
বিষয়ক কর্মকর্তাঃ 01717-024690 সেলিনা আক্তার।
মহিলা
মেম্বারনিঃ 01751-717722
বিন্দা রানী গোয়ালা।
ওয়ার্ড
এর মেম্বারঃ 01710-709059
নাদিম মাহমুদ রাজু।
থানার
এস আইঃ 01712-939347
সাব্বির আহসান।