রিয়া সেনের 'টপলেস' ছবি ভাইরাল

রিয়া সেনের 'টপলেস' ছবি ভাইরাল
বিনোদন ডেস্কঃ কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী রিয়া সেনকে হিন্দি ও বাংলা দুই ছবিতেই দেখা যায়। তবে অনেকদিন ধরেই আলোচনায় নেই টালিউডের প্রথম সারির এই অভিনেত্রী। তাতে কি, কিভাবে আলোচনায় আসতে হয় তা ভালো করেই জানা আছে রিয়া সেনের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে টপলেস একটি ছবি পোস্ট করেছেন এক সময় অভিনয়ের চাইতে 'খোলামেলা' পোশাকেই ঝড় তোলা রিয়া সেন। আর সঙ্গে সঙ্গে ছবিটি সেটি ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, পিঠের ওপরে ছেড়ে দেওয়া তার মাথার চুল। বাঁকা হয়ে পেছন ফিরে আবেদনময়ী দৃষ্টিতে চেয়ে আছেন রিয়া।

ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই তাকে এই সাহসী ফটোশ্যুটের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার সমালোচকেরা বলছেন, আলোচনায় আসার জন্য এমন পুরনো পদ্ধতি না বাছাই করলেই পারতেন।

রিয়াকে সর্বশেষ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা গেছে। ‘লোনলি গার্ল’ শিরোনামের ওই চলচ্চিত্রটি গত ২১ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পায়। সাইকোলজিক্যাল-থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘লোনলি গার্ল’। ছবিতে রাধিকা কাপূর নামের একটি মেয়ের গল্প বলেছেন পরিচালক।

Post a Comment

Previous Post Next Post