নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
নিউজ ডেস্কঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে জামিল মিয়া (২১) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ কৌলার শ্মশানঘাটে এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জামিল মিয়া রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ কৌলার গ্রামের দানু মিয়ার ছেলে।

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল জামাল জানান, জামিল গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ হয়, রোববার বিকেলে দক্ষিণ কৌলার শ্মশানঘাটের পাশে গলায় রশি লাগানো অবস্থায় তার গলিত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Post a Comment

Previous Post Next Post