কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের শমশেরনগর চা বাগানে ছুরিকাঘাত করে মাকে খুন করেছে নিজের
ছেলে। রোববার ( ১ জানুয়ারী ) বেলা দেড়টায় রবিদাস টিলার শ্রমিক বস্তিতে এ
ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ফুল কুমারী রবিদাস (৫০) মারা যান।এ ঘটনায়
এলাকাবাসী ঘাতক ছেলে চন্দস রবিদাস (২৭)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ
করেছে।
নিহত
নারী শ্রমিকের স্বামী ও ঘাতক ছেলের বাবা সমরজিত রবিদাস ঘটনার কথা স্বীকার
করে বলেন, কিছু দিন ধরে ছেলের কথাবার্তা ও ভাল লাগছিল না বলে তাকে একজন
কবিরাজ দেখানো হয়েছিল। সে মাকে একা পেয়ে তর্ক বিতর্ক করে ছুরিকাঘাত করলে
ফুল কুমারী ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি শমশেরনগর চা বাগানের
ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। শমশেরনগর চা বাগানের
সদস্য ইয়াকুব মিয়াও বলেন, ধারনা করা হচ্ছে ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে
এ কাজটি করেছে।
তবে
শমশেরনগর পুলিশ ফাঁড়িতে আটক ঘাতক ছেলে চন্দন রবিদাস বলে, মিথ্যে অপবাদ
দিয়ে তার প্রতিবেশী ও পাশের বস্তির কিছু লোক আমাকে হেয় প্রতিপন্ন করছেন।
অপপ্রচারকারীরা আবার আমাকে মারধর করারও পরিকল্পনা করেছিল। সেই অপবাদ সহ্য
করতে না পেরে ছুরিকাঘাত করি।
শমশেরনগর পুলিশ ফাড়ীর এস আই আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর বাকী কাজ আইনানুগ করা হবে।
