রোনালদোদের বলিউড বাদশার আমন্ত্রণ

রোনালদোদের বলিউড বাদশার আমন্ত্রণ
বিনোদন ডেস্কঃ সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘রইস’ ছবিটি এরই মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে৷ বলিউডের এই বাদশা তার এই নতুন ছবি দেখার জন্য বিশ্বসেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পুরো রিয়াল মাদ্রিদ দলকে আমন্ত্রণ জানিয়েছেন৷ কিং খানের এই ডাকে সাডা় দিয়েছে স্প্যানিশ ক্লাবটিও৷ সম্প্রতি স্পেনের এই বিশ্ব বিখ্যাত এবং ঐতিহ্যশালী ক্লাবটি তাদের নিজেদের ওয়েব সাইটে শাহরুখের ছবি পোস্ট করে। সেই ছবিতে দেখা যায়, রিয়ালের ৫৫৫ নম্বর জার্সি হাতে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। শাহরুখ খানের 'রইস' ছবির আন্তরিক সাফল্য কামনা করে তারা লিখেছে, ‘বলিউড বাদশা এবং রিয়াল মাদ্রিদের অন্ধ ভক্ত শাহরুখ খানের নতুন ছবি রইস অনেক অনেক সাফল্য পাক এই শুভকামনা রইল ক্লাবের প্রতিটি সদস্য ও ফুটবলারদের পক্ষ থেকে!’ শাহরুখ খান এরপরে রিয়ালের এই টুইটকে রিটুইট করেন। সেই সঙ্গে লেখেন, ‘রিয়াল ফুটবলাররা কবে, কখন রইস দেখতে চায় আমি তা জানতে চাই। আর ওদের জন্যও অনেক শুভেচ্ছা রইল। আগামী ম্যাচগুলোয় রিয়ালের জার্সি গায়ে ওরা আরও সফল হোক এটাই চাই। ওদের সাফল্য কামনা করি৷

Post a Comment

Previous Post Next Post