নিরবের শয়তান ছবির অডিও অ্যালবাম প্রকাশ

নিরবের শয়তান ছবির অডিও অ্যালবাম প্রকাশ
বিনোদন ডেস্কঃ ঢাকাই হার্টথ্রব নায়ক নিরবের বলিউডের ছবি ‌‘শয়তান’র অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে গেল শুক্রবার। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির অডিও প্রকাশনা উৎসবে যোগ দিতে এখন বি টাউনে নায়ক।

শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে ছবি মুক্তির আগে মুক্তি পেল অডিও অ্যালবাম। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

নিরব বলেন, ‘প্রথমবারের মতো ভারতীয় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলাম। এটা বেশ রোমাঞ্চকর। ‘শয়তান’ ছবির অডিও মুক্তির আয়োজন ছিল অনেক জাঁকজমকপূর্ণ। এটা আমাকে মুগ্ধ করেছে। বলিউড চলচ্চিত্রের জন্য একটা বড় ক্ষেত্র। এখানে প্রতি পদক্ষেপই আমাদের জন্য রোমাঞ্চকর। শিগগির ছবিটি মুক্তি পাবে।’

বলিউডে ছবিটি আশানুরূপ অবদান রাখবে বলেও মনে করেন এই অভিনেতা।

শয়তান ছবিতে নিজের ডাবিং নিজেই করবেন বলে জানান নিরব। এজন্যই হিন্দি বলা রপ্ত করছেন তিনি।

ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন কবিতা রাধেশ্যাম। আরো আছেন পাকিস্তানি অভিনেত্রী মীরা খান।

Post a Comment

Previous Post Next Post