ভারত মহাসাগরে ইরানের সামরিক মহড়া

ভারত মহাসাগরে ইরানের সামরিক মহড়া
অনলাইন ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে। এই মহড়া চালাননোর উদ্দেশ্য হল দেশের সামরিক শক্তি বাড়ানো এবং সেই সঙ্গে তার প্রদর্শন করা। তবে এই মহড়ায় নতুন কী কী অস্ত্র ও সামরিক সরঞ্জাম যোগ দেবে তা এখন পর্যন্ত জানা যায়নি। ইরানের নৌবাহিনীর কমান্ডার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি জানান, "আগামী ফেব্রুয়ারি মাসেই ভারত মহাসাগরের এই সামরিক মহড়া হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই সামরিক মহড়া ইরানের ক্ষমতা বুঝিয়ে দেবে। খুব শীঘ্রই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, ডেস্ট্রয়ার সমেত যুদ্ধজাহাজও প্রকাশ্যে আনা হবে। " তিনি আরও জানান, "বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তার জন্য এডেন উপসাগর ও বাবুল মান্দাবসহ গভীর সাগরে নিজেদের উপস্থিতি এবং প্রতিরক্ষা মিশনের উপর ইরানের নৌবাহিনী বিশেষ গুরুত্ব দিচ্ছে। " উল্লেখ্য এখন পর্যন্ত জলদস্যুদের বহু হামলা ও হামলার পরিকল্পনাকে নষ্ট করে দেওয়াতে ইরানের নৌবাহিনী আগেও সফল হয়েছে। এরা প্রায়ই জলদস্যুতার বিরোধী আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের নৌবাহিনী এই মহড়া চালিয়ে আসছে।

Post a Comment

Previous Post Next Post