স্টাফ রিপোর্টারঃ
সত্য প্রকাশের সাহসী প্রকাশনা সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ ৮ম বর্ষে পদার্পন
করেছে। সোমবার (২০ ডিসেম্বর) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পন
উপলক্ষে পত্রিকার কার্যালয়ে কেক কাটা হয়। দুপুর ১২টায় জন্মদিনের এই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংলাপের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক সিপার উদ্দিন
আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠা সাইফুল ইসলাম রহিম, কুলাউড়া
প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সীমান্তের ডাকের সিনিয়র
রিপোর্টার মোক্তাদির হোসেন, মানবঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম
তনয়, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সংলাপের সাহিত্য সম্পাদক সোহেল
আহমদ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, সংলাপ পত্রিকার
সমন্বয়কারি ময়নুল ইসলাম সবুজ, ময়নুল ইসলাম সোহাগ, আব্দুল মোক্তাদির, এহসান
আহমদ টিপু, আহসান হোসেন আল নাহিয়ান, সাংবাদিক আতিকুর রহমান আখই, ময়নুল
ইসলাম পংকি, রাজিব সারওয়ার রনি, সকালের খবর প্রতিনিধি ও সংলাপের স্টাফ
রিপোর্টার সাইদুল ইসলাম সিপন, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শরিফ আহমদ,
সিলেট সুরমার জেলা প্রতিনিধি ও সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার শাকির
আহমদ, সংলাপের ল্যাব ইনচার্জ আব্দুস সালাম, সাবেক কমার্শিয়াল ম্যানেজার
গোলজার হোসেন উজ্জল, দৈনিক উত্তরপূব প্রতিনিধি ও সংলাপে সিনিয়র স্টাফ
রিপোর্টার আব্দুল কুদ্দুছ , প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক ও সীমান্তের ডাকের
শহর প্রতিনিধি নাজমুল বারী সুহেল, নতুনদিন প্রতিনিধি ও সংলাপের কমার্শিয়াল
ম্যানেজার সুমন আহমদ, রিপোর্টার সাব্বির হোসেন চৌধুরী, পূর্বপশ্চিমের
মৌলভীবাজার প্রতিনিধি ও সংলাপের স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম, সীমান্তের
ডাকের স্টাফ রিপোর্টার এস এইচ সৈকত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল
আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, শহর
প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, সংবাদদাতা মো. মোফাজ্জল হোসেন লিটন, আশরাফুল
ইসলাম জুয়েল, রাউৎগাঁও প্রতিনিধি শ্যামা কান্ত দেব, মাধব ভট্টাচার্য,
উপজেলা ছাত্রলীগ নেতা আবু সায়হাম রুমেল, মো. আমিনুল ইসলাম দিদার, সোহেল
আহমদ, কাওছার আহমদ মুন্না, সংলাপের বরমচাল প্রতিনিধি তোফায়েল আহমদ, রিপন
আহমদ, মইনুর রহমান সাহান, সীমান্তের ডাকের ভাটেরা প্রতিনিধি শাকিল সিদ্দিকি
খালেদ, অফিস সহকারী তসিম হাসান।
সংলাপের জন্মদিনে পত্রিকার সম্পাদক ও
প্রকাশককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকা
পরিবার, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
