স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২০
ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাজার শ্রীপুর মাদ্রাসা বাজারস্থ
হিরা-গুলজান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ফিনল্যান্ড প্রবাসি সাজ্জাদুর
রহমান মুন্নার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায়
একাডেমির অধ্যক্ষ ইফতেখার শামীম রেফুলের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষক,
চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক জে এইচ জিয়ার পরিচালনায় প্রধান অতিথি
ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।
বিশেষ
অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা কাজী
ফজলুল হক খান সাহেদ, শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত
অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাহিরুল হক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো.
মুসলিম খান, সহকারি শিক্ষক একেএম তাহিরুল হক, গালিমপুর এইচ কে উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. ফখরুল ইসলাম, হিরা মিয়া, গুলজান
বেগম, বীর মুক্তিযোদ্ধা মতছির আলী, যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল
ইসলাম, লন্ডন প্রবাসি কমিনিউটি নেতা মাওলানা সফিকুল ইসলাম, ফিনল্যান্ড
প্রবাসি মুজিবুর রহমান হিরক, ফিনল্যান্ড প্রবাসি হাজী সুলাইমান, একাডেমি
পরিচালনা কমিটির সভাপতি মো. ছালিক উদ্দিন, ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল
এন্ড কলেজের শিক্ষিকা সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ
সভাপতি আহসান রাব্বি মিরাজ, বরমচাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ
আহমদ, মো. মনসুর আলী, সুমাইয়া তাবাসসুম, লালন শিল্পকলা একাডেমি পরিচালক
রিয়াজ উদ্দিন, প্রাক্তন শিক্ষক আনন্দ জয় চৌধুরী, শিক্ষিকা বিলকিস চৌধুরী।
এসময়
আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সাজু আহমদ, একাডেমির প্রাক্তন শিক্ষক
ইয়াসিন আলী, শিপলুল হক, প্রাক্তন শিক্ষিকা রুহিন খানম, রুনা খানম, শিক্ষিকা
রানু বেগম, সুলতানা আক্তার, হিমা আচার্য্য, শিক্ষক উত্তম দেব, আব্দুর
রহমান, তরিকুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী নাহিদা জামান, সামিয়া জামান, অপি
আহমদ, শরিফুল হক, ফরহাদ আহমদ, অনিক আহমদ, মাহিদুল খান আদিলসহ
অভিভাবকবৃন্দ।
আলোচনার
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্ট্যান্ডার্ড ফোর এর শিক্ষার্থী
নাঈমা সিদ্দিকা ও গীতা পাঠ করেন শাওন আচার্য্য। আলোচনা সভার শুরুতে
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন একাডেমির শিক্ষার্থীরা।
সভা
শেষে অতিথিদেরকে সম্মননা ক্রেস্ট প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের
হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা। পরে উৎসবমূখর পরিবেশে সিলেট বেতারের কন্ঠ
শিল্পী নান্টু দাস, টুম্পা দাস এবং আজমল আলী শাহ্ সেন্টু পরিবেশনায় এক
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
