সিলেটের প্রথম মুসলমানের মাজারে প্রধানমন্ত্রীর গিলাফ

সিলেটের প্রথম মুসলমানের মাজারে প্রধানমন্ত্রীর গিলাফ
অনলাইন ডেস্কঃ সিলেট অঞ্চলের প্রথম মুসলমান শাহ গাজী হযরত বুরহান উদ্দিন (রহ.) এর মাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিলাফ প্রদান করা হয়েছে।

তার পক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে মাজারে গিলাফ ছড়িয়ে দেন।
তিন দিনব্যাপী ওরশ আগামীকাল বুধবার শেষ হবে।

গিলাফ প্রদানকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদেও রুহের মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে মাজারের খাদেম আতাউর রহমান উপস্থিত ছিলেন।

পরে শফিকুর রহমান চৌধুরী মাজার ও আশপাশ এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

Post a Comment

Previous Post Next Post