কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত

কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত
তারেক হাসান: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬ গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ৬৩টি বিদ্যালয়ের সর্বমোট ১০৭৭জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শ্রেণীওয়ারী পরীক্ষার্থীর মধ্যে ২য় শ্রেণীতে ১৭৭জন, ৩য় শ্রেণীতে ১৮০জন, ৪র্থ শ্রেণীতে ২১৩জন, ৫ম শ্রেণীতে ১৬৯জন, ৬ষ্ঠ শ্রেণীতে ১০৩জন, ৭ম শ্রেণীতে ১১০জন, ৮ম শ্রেণীতে ৫৬জন ও ৯ম শ্রেণীতে ৬৯জন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।

পরিক্ষা নিয়ন্ত্রক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন জানান, পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবার পরিক্ষার্থীর সংখ্যা বেশি ছিলো। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Post a Comment

Previous Post Next Post