বিয়েটা করেই ফেললেন তেভেজ

বিয়েটা করেই ফেললেন তেভেজ
স্পোর্টস ডেস্কঃ মাত্র ১৩ বছর বয়সে প্রথম দেখা হয় তাদের। তারপর থেকেই তারা দু’‌জনই অনেক ভাল বন্ধু।
আর সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে পেয়েছে নতুন পরিচয়। তবে এতদিন একটা দায়িত্ব বাকি ছিল। ছোটবেলার বান্ধবী ভানেসা ম্যানসিল্লাকে অবশেষে পাকাপাকি ঘরনী বানালেন কার্লোস তেভেজ। বৃহস্পতিবার বিয়েটা সেরা ফেললেন তারা।

ফুটবল ক্যারিয়ারে নানা সময়ে, নানা ক্লাবে কাটিয়েছেন তেভেজ। করিন্থিয়ান্স, ওয়েস্ট হ্যাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, জুভেন্টাস, ‌বোকা জুনিয়র্স— যে যে ক্লাবে গিয়েছেন ভানেসাকে সঙ্গে নিয়েই ঘুরেছেন। চিনের ক্লাবের সঙ্গে সম্প্রতি বড় অঙ্কের চুক্তি করেছেন তেভেজ। নতুন ক্লাবে যাওয়ার আগেই বিয়েটা সেরে ফেললেন তিনি।

বিয়েতে আসমানি রঙের স্যুট আর সাদা শার্ট পরনে ছিল তেভেজের। আর ভানেসা পরেছিলেন সাদা রঙের গাউন। বিয়ের অনুষ্ঠান চার দিন ধরে চলবে। তাদের এই বিয়েতে ২৬০ জন অতিথি আমন্ত্রিত। বিয়ের আসরে তেভেজ আর ভানেসার সঙ্গে সঙ্গেই ছিলেন তাদের দুই মেয়ে ফ্লোরেনিকা আর কেটি।

Post a Comment

Previous Post Next Post