অনলাইন ডেস্কঃ
বৃহস্পতিবার রাত ৯ টায় সিলেট থেকে কক্সবাজারের পথে যাত্রা শুরু করলো সিলেট
সাইক্লিং কমিউনিটির ছয় সদস্য। তারা বৃহস্পতিবার রাতে যাত্রা শুরু করে
সাইক্লিং করে পৌছবেন চিটাগাং তারপর কক্সবাজার। সেখানে দুইদিন অবস্থান করে
টেকনাফ গিয়ে তারপর ফিরবেন সিলেটে।
সদস্যরা
হলেন নুরুল করিম মজলু,মোহাম্মদ ফয়েজ জামান,মোহাম্মদ আবু সালেহ,আশরাফুল
রাজা, রাজু আহমেদ,শাফি চৌধুরী। তারা সুস্থ ও সফলভাবে সাইক্লিং ট্যুর
সম্পন্ন করার জন্যে সকলের দোয়া কামনা করেছেন।
