নিউজ ডেস্কঃ কুলাউড়া কর্মধা ইউনিয়নের কৃতি সন্তান বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার সহ সাংগঠনিক সম্পাদক,অনলাইন পোর্টাল প্রিয় বাংলার উপদেষ্ঠা মোঃ লোকমান আলীকে সম্মাননা প্রদান করা হয়।
কুলাউড়া সীমান্তের ডাক পত্রিকা কার্যালয়ে সম্মাননা স্বারক প্রদান হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,প্রতিদিনের সংবাদ ও সীমান্তের ডাক পত্রিকার প্রতিনিধি তারেক হাসান,প্রিয় বাংলার স্টাফ রিপোর্টার আবুল কাশেম সুনিম, চ্যানেল কুলাউড়ার সামসু উদ্দিন বাবু,সংবাদকর্মী শেখ বদরুল হোসেন রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য মোঃ লোকমান আলী থানা রোড কুলাউড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ও স্থানীয় বাসীন্দা। বর্তমানে তিনি বিগত ১৫ বছর থেকে সৌদিআরবে ব্যবসায়ী হিসেবে বসবাস করছেন।
এছাড়াও তিনি নিজ ইউনিয়নসহ কুলাউড়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন।