কুলাউড়ায় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখছেন থানার ওসি মো. গোলাম আপছার, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ।

সেমিনারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, সাংবাদিক আজিজুল ইসলাম ও মইনুল হক পবনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল প্রধান ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post