শান্তি পরিষদের আয়োজনে কুলাউড়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

 



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া শান্তি পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২২ সম্পন্ন হয়েছে। 

১০ অক্টোবর, সোমবার কুলাউড়া আত্তর খান হাফিজিয়া মাদ্রাসায় প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া)র সাবেক সংসদ সদস্য  এডভোকেট নবাব আলী আব্বাস খান। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।



সংগঠনের সভাপতি মুমিনুর রহমান অনিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া শান্তি পরিষদের উপদেষ্টা জাহেদুর রহমান জাহেদ, অনলাইন পোর্টাল 'বিডি মেইল'র সম্পাদক ও প্রকাশক এ কে এম জাবের, দারুসুন্নাহ মাদ্রাসা রবিরবাজার এর শিক্ষক রবিউল ইসলাম । 

আরো বক্তব্য রাখেন শান্তি পরিষদের সিনিয়র সহ সভাপতি রাহিম আহমেদ মান্না, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম সুহিন, সহ সভাপতি সালমান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক এমাদুর রহমান সাকিব, সহ সাংগঠনিক শফিক আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক, সাজ্জাদুর রহমান ফাহিম, ধর্ম সম্পাদক আবু সাঈদ আব্দুল্লাহ শাওন, সদস্য কায়কোবাদ তারেক, সালমান আহমেদ খান, সাকিব চৌধুরী, আবু নুমান সজিব, আল নাহিয়ান চৌধুরী সিয়াম, সুলেমান আহমেদ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আলালপুর আত্তরখান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফিজ তুহিন আহমেদ ও হাফিজ শিহাব আহমেদ।

পরে অতিথিরা হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। বিজরীরা হলেনঃ

গ্রুপ ক ১-৫ পারা বিজয়ীঃ ১ম স্থান- মোঃ নুরুল আমিন, ২য় স্থান- মাহবুবুর রহমান শাহী, ৩য় স্থান-আব্দুল আলীম মিজান। 
গ্রুপ খ ১ হইতে ১০ পারাঃ ১ম স্থান ইমামুল ইসলাম, ২য় স্থান শামছুদ্দিন, ৩য় স্থান গোলাম রাব্বী।
গ্রুপ গ ১ হইতে ১৫ পারা একমাত্র বিজয়ী মোহাম্মদ আব্দুর রহমান।

Post a Comment

Previous Post Next Post