ঝোপের মধ্যে কাঁদছিল নবজাতক শিশুটি



নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কের ঝোপের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ওই নবজাতকের পাশে থাকা নাহিদ সুলতান পাশা নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়।

তিনি বলেন, ‘ফেঞ্চুগঞ্জ সেতুর পাশে এক ঝোপের মধ্যে শিশুর কান্না শুনে লোকজন ভিড় করেন। এ সময় আমি নিজেই গিয়েও দেখতে পাই এক শিশু কান্না করছে। পরে স্থানীয়দের নিয়ে শিশুটিকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে আসি। এখন শিশুটি চিকিৎসাধীন আছে।’

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, ‘নবজাতকটি মেয়ে। তার বয়স এক দিন হতে পারে। ওজন দুই পাউন্ড। তার ঠান্ডাজনিত সমস্যা হয়েছে। শিশুটিকে উষ্ণ রাখা হচ্ছে ও প্রাথমিক চিকিৎসা চলছে।’

Post a Comment

Previous Post Next Post