স্টাফ রিপোর্টারঃ ভালোর সাথে আলোর পথে দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও দুস্তদের মধ্যে আরামদায়ক কম্বল বিতরণের মধ্য দিয়ে পালিত হলো। স্থানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে ৩০ জানুয়ারি শনিবার কুলাউড়া বন্ধুসভার ২০২২ বর্ষের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা শহিদুল ইসলাম তনয় এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়া’র সভাপতি আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ চঞ্চল, কাওসার আহমেদ চৌধুরী সাব্বির, নাজমুল বারী সোহেল, সোহেল আহমদ।
অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু সফলতার সাথে দায়িত্ব পালন করায় তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি আশিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক তালিম ওয়াহিদ, সাংগাঠনিক সম্পাদক সামছু উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক বিপুল চন্দ দাস, প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমেদ, স্বাস্থ্য ও ক্রিড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম চৌধুরী, কার্য নির্বাহী সদস্য আবুল কাশেম সুনিম, সদস্য আয়শা আক্তার, ফারহানা আহমেদ রিমি, আব্দুস ছালিক প্রমুখ।