মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ ১জন আটক



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রাম থেকে সুমন মিয়া (২৩) কে ৩০ পিস ইয়াবা সহ আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা।

রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গ্রেফতার সুমন মিয়া সদর থানার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। সোমবার মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ আদালতের সোপর্দ করে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, সুমন মিয়া বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post