কমলগঞ্জের আংশিক এলাকাগুলোতে নেটওয়ার্কের সমস্যা



হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জঃ মৌলভীবাজার কমলগঞ্জ পতনঊষার ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় এখনও রয়েছে গ্রামীণফোন নেটওয়ার্ক চরম সমস্যা। এর উপর যোগ হয়েছে কলড্রপ নামক উপদ্রব। বিশেষ করে রাতে কলড্রপ নিয়মে পরিণত হয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার এ অঞ্চলের গ্রামীণফোনের গ্রহকরা

অত্র এলাকায় অনেক লোকের বসবাস। গ্রামীন সিম ব্যবহার করছেন অন্যান্য সব কোম্পানি থেকে দ্বিগুণ। কমলগঞ্জের মুন্সিবাজার হতে প্রায় ৬ কিলোমিটার দুরে পতনউষার ইউনিয়নের রামেশ্বর পুর রসিদ পুর,মুন্সিবাজার ইনিয়িনের রুপষ পুর বনবিঞ্চু পুর কোনাগাঁও সহ  এলাকার অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যাটি স্বীকার গ্রাহকরা, পাশ্ববর্তী এলাকাগুলোতে নেটওয়ার্ক ও কল কেটে যাওয়াটা নিত্য নৈমিত্তিক ঘটনা অপর  রেখে কলড্রপ অতিরিক্ত কথা বলার সময় ও নেটওয়ার্কের সমস্যাটা হচ্ছে,রামেশ্বর পুর গ্রামের বাসিন্দা  দলিল লেখক সামছুম আলম জানান নেটওয়ার্কের সমস্যা থাকার কারনে স্হানীয় লোকদেন নিয়মিত প্রবাশিসহ আত্মীয় স্বজনদের সাথে

যোযাযোগ করতে কষ্ট হচ্ছে,গ্রামীন ফোন ব্যবহার হতে সরে যাচ্ছে সেখানকার গ্রাহকরা।রসিদ গ্রামের বাসিন্দা মো:আম্বর আলী বলেন বিদু্ৎ সংযোগ চলে গেলে গ্রামীন ফোনের  কোম্পানিগুলোর নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অবশেষে ইন্টারনেটসহ মোবাইল সাময়িক ব্যবহার করা যায় না। । সমস্যা দ্রুত সমাধানের জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন নেটওর্য়াক সমস্যাজনিত এলাকার মানুষগুলো।

Post a Comment

Previous Post Next Post