নিউজ ডেস্কঃ কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের ৫১ ও ৫২তম দাফন কার্য সম্পন্ন হয়েছে আজ ১৪ আগষ্ট শনিবার।
৫১ তম-
কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিম সাহেবের স্ত্রী সংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের চাচি এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এর মাতা মোছাঃ পেয়ারা বেগম গতকাল ১৩ আগস্ট সন্ধ্যা ৬:৪৫ মিনিটের সময় সিলেট মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৪ আগস্ট সকাল ১০:৩০ মিনিটের সময় মরহুমার জানাযার শেষে আমতৈল উনাদের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে কুলাউড়া কোভিড-১৯লাশ দাফন টিম ।
৫২ তম -
কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উছলাপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার চৌধুরীর ছেলে মোঃ আব্দুল মুকিত চৌধুরী (৯০)কোভিড ১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে গত রাত ১২-৩০মিনিটের সময় সিলেট নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কোভিড-১৯লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা উপস্থিত হয়ে বিকাল ২ঘটিকার সময় জ্বানাযা শেষে দাফন সম্পন্ন করেন কুলাউড়া কোভিড-১৯লাশ দাফন টিম।
এনিয়ে মোট ৫২ টি দাফন সম্পন্ন হলো।
এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন।মৌলভী বাজার জেলার যে কোনো উপজেলায় এই সংগঠনের সদস্যরা বিনা খরছে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে।
বিঃদ্রঃ মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়। করোনায় আক্রান্ত রোগিদের ফ্রি সেবা প্রধান করা হয়।
প্রয়োজনে যোগাযোগঃ
- ০১৭১১-৩৬৬১৩৩
- ০১৭৮২-১৫২৪৭০