ঈদেও কিছু বিধিনিষেধ থাকবে

 



অনলাইন ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঈদের ছুটিতেও চলমান বিধিনিষেধ থাকবে কি-না, সেটা পরিস্থিতি বলে দেবে। চলমান ১৪ দিনের বিধিনিষেধ পর্যবেক্ষণ করে বিষয়টি দেখা হবে। তবে কিছু বিধিনিষেধ অবশ্যই থাকবে। কারণ গত ঈদের সময় বাড়ি যাওয়ার কারণেই সংক্রমণ বেড়েছে। এবারও সরকারের পক্ষ থেকে বলা হতে পারে, যে যেখানে আছেন, সেখানে যেন ঈদ করেন।

সোমবার রাতে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এবার কোরবানির ডিজিটাল হাটের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মানুষ যাতে সেখানে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সে ব্যবস্থা করে দেওয়া হবে। দাম ও ওজনের সমন্বয়ও থাকবে।

তিনি এও বলেন, যদি সশরীরে হাট করতে হয়, তাহলে সেগুলো খুবই নিয়ন্ত্রিত হবে। প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। নির্দিষ্ট সংখ্যক মানুষের বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। সবাইকে সংযত ও সুপরিকল্পিতভাবে কোরবানির হাট করতে হবে।

Post a Comment

Previous Post Next Post