নিউজ ডেস্কঃ সর্বাত্ত্বক কঠোর লকডাউনের মধ্যেও মাদক পাচার থেমে নেই। সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ীতে একটি প্রাইভেট কার ভর্তি ভারতীয় অবৈধ নাসির বিড়ি আটক করেছে পুলিশ। তবে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে জুড়ী-বড়লেখা সড়কের আমতৈল গ্রামের রাস্তায় গাড়ী নিয়ে ঢুকে পড়ে। অবস্থা বেগতিক দেখে গ্রামের ভিতরে গাড়ীসহ ভারতীয় অবৈধ নাসির বিড়ি গুলো রেখে চোরা কারবারীরা পালিয়ে যায়। জুড়ী থানার পুলিশ গাড়ীসহ বিড়ি গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত বিড়ির পরিমাণ বা মূল্য নির্ধারণ করা হয়নি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকের অভিযান পুলিশের মাদক বিরোধী অভিযানের একটি অংশ। মাদকের বিষয়ে কোন ছাড় নেই।
