কুলাউড়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

 



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা শহরে ও ব্রাহ্মণবাজারে বুধবার (৩০ জুন) রাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ব্রাহ্মণবাজারের গ্যাস পাম্প এলাকায় ৫টি সিএনজি অটোরিকশা চালককে ১ হাজার ৬ শত টাকা এবং কুলাউড়া শহরের গ্যাস পাম্প এলাকার ১টি কফি দোকানদারকে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার ৬ শত টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।

ইউএনও জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি আদেশ  নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন ইউএনও অফিসের সিএ মো. গিয়াস উদ্দিন, কুলাউড়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post