স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় নতুন করে আরও ৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শুক্রবার ৯ জুলাই তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে জানা গেছে।
করোনাক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাজারের ৩, শালিকাপাড়ার ২, বরমচালের ১, কুলাউড়া গ্রামের ৫, মাগুরার ১, উত্তর কুলাউড়ার ১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ১, গাজিপুরের ৩, কৌলারশির ১, মদন গৌরি ১, কুলাউড়া শহরের ১জন সহ ২০ জন।
করোনা সন্দেহে ৩৬ জন ৭জুলাই (বুধবার) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার পর শুক্রবার ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।