জুড়ীতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে ৫ কেজি গাঁজাসহ শ্যামল রায় (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) র‌্যাবের অভিযানে উপজেলার মোকামবাড়ি এলাকা থেকে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

সে এ্যালভিন টিলা ফুলতলা চা বাগানের মৃত সুরেশ রায়ের ছেলে।

শনিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল জুড়ী থানার মোকামবাড়ি বাজারে অভিযান চালায়। এসময় ৫ কেজি গাঁজাসহ শ্যামল রায়কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম প্রমুখ অংশ নেন।

Post a Comment

Previous Post Next Post