নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে আজও কুলাউড়ায় ২ জনের মৃত্যু। এ নিয়ে গত তিনদিনে কুলাউড়ায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়।
জানা যায়, কুলাউড়া রেলওয়ে পুরাতন মসজিদের পেশ ইমাম পৌরসভার নতুনপাড়া নিবাসী মাও. মো. ইউছুফ আলী কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে গত ১ জুলাই সিলেট নর্থইস্ট হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকাল ৭টায় মৃত্যুবরণ করেন তিনি।
অপরজন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সালেহা বেগম (৫৭) বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (সোমবার) সন্ধ্যায় ইন্তেকাল করেন।
উল্লেখ্য, গত শনিবার একই দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে উত্তর কুলাউড়া নিবাসী হারিছ খাঁন ও লৈয়ারহাই নিবাসী হেনা বেগম এবং রোববার হোসেনপুর নিবাসী সুমন আহমদ লেবুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
