স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরে কমমূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন। জেলা শহরে টিসিবির কমদামে পণ্য বিক্রিকে স্বাগত জানালেও দীর্ঘলাইন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের দীর্ঘ লাইন নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চলমান লকডাউন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানা নিয়ে নানা জনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা ক্ষোভপ্রকাশ করে বলেছেন দীর্ঘলাইনে মানুষজনকে রেখে এভাবে পণ্য ক্রয় বিক্রয় কোনোভাবেই ঠিক হয়নি। বরং সংশ্লিষ্টরা চাইলে আরও কয়েকটি স্পট ও সময় নির্ধারণ করে তা বিক্রয় করতে পারতেন। তারা প্রশ্ন রেখে বলেন ওখান থেকে যে করোনা সংক্রমণ হয়নি সে প্রশ্নের জবাবটা দিবে কে।
জানা যায় মঙ্গলবার মৌলভীবাজার শহরে টিসিবির পণ্য বিক্রির তিনটি ট্রাক বের হয়। শহরের শ্রীমঙ্গল সড়ক, কোর্ট রোড ও সরকার বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়। ওই স্পট গুলোতে বিক্রি শুরু হওয়ার আগে থেকেই মানুষের ভিড় ছিলো লক্ষণীয়। লকডাউনে কম দামে পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন ক্রেতারা। এসব ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১শ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে। একজন ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ থেকে ৪ লিটার তেল ক্রয় করতে পারছেন। কম দামে করোনা পরিস্থিতিতে এসব পণ্য পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ। টিসিবির এই পণ্য বিক্রিতে প্রতিদিনই ৭ থেকে ৮শত মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। তবে করোনাকারীন স্বাস্থ্যবিধি মেনে এসব পণ্য ক্রয় বিক্রয়য়ের আহবান জানিয়েছেন জেলার সচেতন নাগরীকবৃন্দ। সংশ্লিষ্টরা জানিয়েছেন টিসিবির এ কার্যক্রম ঈদুল আজহা পর্যন্ত চলমান থাকবে।
