টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

 



স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে গার্ড অফ অনার দিয়েছেন তাঁর সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী বলেন, আজ সকালে এই ভদ্রলোক…মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ স্কোয়াডের সিনিয়র ক্রিকেটার প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলেন। তবে তিনি প্রত্যেককে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এজন্য সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। এই টেস্টের পর বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট ম্যাচ খেলবে না। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছে।

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সাদা পোশাক থেকে অবসরের গুঞ্জন চলছিল। হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ সতীর্থদের নিজের অবসরের ইচ্ছার কথা জানান। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

Post a Comment

Previous Post Next Post