ব্রাজিল সমর্থকের আত্মহত্যার চেষ্টা, মেসি নেইমারের বন্ধুত্ব কি এই শিক্ষা দেয় !



সুমাইয়া নৌমিঃ গল্প লেখা হয়েছে মেসির নামে। স্বপ্নের কোপা আমেরিকার ট্রফি পেয়েছে জাদুকর মেসির হাতের ছোঁয়া। ব্রাজিলের মারাকানায় স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। আজ সেখানেই নতুন গল্প লিখলো আকাশি-সাদারা। ব্রাজিল পাড়ি দিয়ে আনন্দের ঢেউ বইছে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের মনে। একই ভাবে মন ভেঙ্গেছে অসংখ্য বাঙালি ব্রাজিল সমর্থকদের। বাঙালি আবেগী জাতি। ব্রাজিল আর্জেন্টিনার মহারনে দেশ দুটি ভাগে বিভক্ত ছিল। বিভিন্ন এলাকায় বিশেষ করে ব্রাহ্মনবাড়িয়ার পুলিশি মাইকিং করে সতর্ক করা হয়েছিল সমর্থকদের। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির সামাল দিয়েছে। 

দিন শেষে হেরেছে এক দল, হাসি ফুটেছে অন্যদলের মুখে। এই পরাজয়ই যেন মেনে নিতে পারেনি কক্সবাজারের এক ব্রাজিল সমর্থক। করেছে বিষপানে আত্মহত্যার চেষ্টা। কক্সবাজারের রামুতে বিষপানকারি কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে। 

তাকে প্রথমে রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে পাকস্থলী ওয়াস করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলো। আর্জেন্টিনার কাছে ১-০ গোলে ব্রাজিলের হার তিনি মেনে নিতে পারেনি। মানসিক ভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে বিষপান করে ফেললে লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

এদিকে টেকনাফে এক আর্জেন্টাইন সমর্থককে ছুড়িকাঘাত করে রক্তাক্ত করে এক ব্রাজিল সমর্থক।

খেলা নিয়ে আবেগ থাকবেই। সেটা যদি হয় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল তবে তো কথাই নেই। কিন্তু তাই বলে এই প্রানদান রক্তারক্তি কেন! মেসি কাপটা বুকে জড়িয়ে ফিরবেন ঘরে। নেইমার প্রস্তুতি নিবে আগামীর জন্য।তারা কি আর জানবে এই ভূখণ্ডে কি কান্ডই না ঘটাচ্ছে তাদের সমর্থকরা! জীবন সুন্দর, একটা সুন্দর সকালের অপেক্ষা কি করা যায় না?

Post a Comment

Previous Post Next Post