কুলাউড়ায় চিকিৎসকসহ ৮ জন করোনায় আক্রান্ত

 


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় একজন চিকিৎসকসহ নতুন করে ৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার (৩০ জুন) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

করোনাক্রান্ত ৮ জনের মধ্যে কুলাউড়ার মাগুরা এলাকার মেহেদি হাসান, কাদিপুরের হুসেনপুর এলাকার সুলতানা বেগম, জয়চন্ডির কামারকান্দি এলাকার সোনিয়া আক্তার, ক্লিবডন এলাকার এমদাদুল হক, চন্দন কান্তি দাশ, লইয়ারহাই এলাকার মনোয়ারা বেগম, গাজীপুর এলাকার নাজনিন হিমি ও ভূকশিমইলের বড়দল এলাকার তাহমিনা আক্তারসহ মোট ৮ জন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৮ জন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল প্রদান করেন, পরে বুধবার ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post