অনির্দিষ্টকালের জন্য মাধবকুণ্ড পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা



নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমনের শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য মাধবকুণ্ড জলপ্রপাত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

এই মূহূর্তে মাধবকুণ্ডে বেড়াতে না আসার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। ঈদসহ বিভিন্ন ছুটিতে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসুর পদচারণে মুখর হয়ে ওঠে জলপ্রপাত এলাকা।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বলেন, ‘জনসমাগমে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রয়েছে। এ জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড ইকোপার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটন কেন্দ্রে প্রবেশের প্রধান ফটকের সামনে সতর্ক করে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের প্রতি বেড়াতে না আসার জন্য আহ্বান করছি।’ 

Post a Comment

Previous Post Next Post