বড়লেখায় ড্রাগ অ্যাক্ট ভঙ্গ করে ঔষধ বিক্রি, ৩ ফার্মেসীকে জরিমানা

 



নিউজ ডেস্কঃ বড়লেখা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা। এসময় জেলা ড্রাগ সুপার সিরাজুন্নবী মুনিরা, থানা পুলিশের এসআই সুব্রত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (বি) ধারা লঙ্ঘন করে ঔষধ বিক্রির দায়ে পৌরশহরের সানি ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা, তান্নি মেডিকেল হলকে ৩ হাজার টাকা ও রিয়া মেডিকেল হলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা বিভিন্ন অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে অর্থদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post