শহীদ বীর মুক্তিযোদ্ধা এম মনোহর আলীর মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্টিত



সিলেট প্রতিনিধি: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আজকের দিনে মুক্তিযুদ্ধে  শহীদ হন বীর মুক্তিযোদ্ধা এম মনোহর আলী।

আজ বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা এম মনোহর আলীর ছেলে সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিমের তালতলাস্থ 'শহীদ মুক্তিযোদ্ধা মনোহর-রওশন ভবন' ১৬ ভিআইপিরোড সিলেটে করোনা ভাইরাসের কারনে সংক্ষিপ্ত পরিসরে বাসায় খতমে কোরআন ও দোয়া অনুষ্টিত হয়।

দোয়া পরিচালনা করেন  হরিপুর মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মাওলানা হিলাল আহমদ।

বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণদের উপস্থিতিতে দোয়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধা এম.মনোহর আলীর বিদেহী আত্মার মাগফিরাত ও মহামারি করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তি কামনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা হাবীব আহমদ শিহাব ইমাম তালতলাস্থ  তেলিহাওড় জামে মসজিদ ও সভাপতি সিলেট ইমাম সমিতি, শায়েখ আব্দুস সোবহান মুহতামিম ডৌবাড়ী জামেয়া মাদ্রাসা গোয়াইনঘাট, হাফিজ ফয়ছল আহমদ মুয়াজ্জিন তালতলাস্থ তেলিহাওড় জামে মসজিদ,মোঃ শাকের আহমদ চৌধুরী সদস্য পরিচালনা কমিটি তালতলাস্থ  তেলিহাওড় জামে মসজিদ,মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, সহ সাধারণ সম্পাদক মির্জা হামিদ অভি, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তালতলার বিশিষ্ট  ব্যবসায়ী মোহাম্মদ হানিফ, সোহানুর আলী মিরাজ প্রমুখ।

এসময় এম.শাহরিয়ার কবির সেলিম সবার কাছে  বাবার জন্য দোয়া কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post