কুলাউড়ায় ২য় ডোজের করোনা টিকাদান কার্যক্রম

 



বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস (কোভিড-১৯এর টিকার ২য় ডোজেরকার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবা (৮এপ্রিলসকাল দশটা থেকে  কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছেনির্দেশনা অনুযায়ী  এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস(কোভিড-১৯এর টিকা ২য় ডোজের কার্যক্রম চলবে কুলাউড়া হাসপাতালে। পরবর্তীতে ২য় ডোজের জন্য আরোটিকা আসলে তখন পর্যায়ক্রমে  বাকি থাকা ১ম ডোজ টিকা গ্রহণকারীরা পরবর্তী ডোজ নিতে পারবেন।বৃহস্পতিবার ১ম দিনে চিকিৎসকস্বাস্থ্যকর্মীসহ সাধারণ মানুষ ২য় ডোজের টিকা গ্রহণ রেন। এছাড়াও নতুন করে১ম ডোজের  করোনাভাইরাসের টিকাও দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাফেরদৌস আকতার বলেনপ্রথমদিনে সুষ্ঠুভাবে ১৭০ জন ২য়ডোজের টিকা গ্রহণ করেছেন। 

Post a Comment

Previous Post Next Post