শ্রীমঙ্গলে ট্রেন থেকে ফেনসিডিলসহ যুবক আটক



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে অভিযান করে ১০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়। এসময় শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই সালাউদ্দিন খান নোমান ফোর্সসহ ট্রেনের “ছ” বগিতে অভিযান পরিচালনা করে।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, অভিযানকালে ট্রেনের ‘ছ’ বগির পশ্চিম পাশের দরজায় দাঁড়িয়ে থাকা রুবেল মিয়া (২০) নামে এক যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। সেসময় তার কোমর থেকে কসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পায় পুলিশ। যাত্রীদের সামনে প্যাকেট খুললে সেখানে প্যাকেটের ভেতর ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে । আটককৃত রুবেল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ছালামতপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, আজমপুর স্টেশন এলাকার মো .মিজান মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল গুলো কিনে সিলেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনে রুটিনমাফিক অভিযানের অংশ হিসেবে গতকালও অভিযান করা হয়েছে। এসময় সন্দেহ হলে ট্রেনে থাকা মোঃ রুবেল মিয়া’কে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কোমর থেকে দশ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post