স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারস্থ শুকরিয়া কেডি রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশী করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন সহ ২ জনকে আটক করা হয়েছে।
১০ মার্চ বুধবার জেলা গোয়েন্দা শাখার এস আই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই রকি বড়ুয়া, এএসআই বাসু কান্তি দাশ, আতাউর রহমান, শরীফুল ইসলাম, রুপক চন্দ্র দাস উদ্ধার কাজ ও অভিযানে ছিলেন। এসময় তারা ১ হাজার ৬ ‘শ ৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। পলিথিনের বাজার মূল্য=৫,০২,৫০০/- টাকা।
আটককৃতরা হলেন মোঃ সোহেল ব্যাপারী (২৩) পিতাঃ নচ্চু ব্যাপারী, মাতা- নাজমা বেগম, সাং- চরলক্ষী (ব্যাপারী বাড়ি), থানা- কালকিনি, জেলা- মাদারীপুর ও আলী হোসেন (৪৫), পিতা- শুকুর সরদার, মাতা- হাজু বিবি, সাং- দাতপুর (উত্তর ভাসানচর), থানা ও জেলা- শরীয়তপুর। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের নির্দেশনায় এ বিশেষ অভিযান চালানো হয়।