বড়লেখায় ফুটবল খেলা শেষে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০

 



নিউজ ডেস্কঃ বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে মাঠে ঢুকাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। এদের ৭ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ১০ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার বর্নি ঈদগাহ সংলগ্ন মাঠে পশ্চিম বর্নি ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা চলাকালিন ফঠিক আহমদ নামক এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। সাহেদ আহমদ নামক আরেক ব্যক্তি তাকে মাঠ থেকে বের করে দেন। এর জের ধরে খেলা শেষে ফঠিকের নেতৃত্বে সাহেদ আহমদসহ তার পক্ষের লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে সাহেদ আহমদ, তছলিম আলী, ফয়েজ উদ্দিন, আমির উদ্দিন, সুবেদ আহমদ, মদরিছ আলী, রাবিয়া বেগম সহ উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। এসময় কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। আহতদের ৭ জন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন।

Post a Comment

Previous Post Next Post