করোনা আক্রান্ত মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির জন্য দোয়া চাইলেন সেলিম



নিউজ ডেস্কঃ সিলেট-৩ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী (কয়েস) এমপি করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চাইলেন সিলেট মহানগর শ্রমিকলীগ সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিম।

তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোষ্ট করেন, (টাইম লাইন থেকে হুবহু দেওয়া হলো)

'সিলেট ৩-আসনের বার  বার, জনগের ভোটে একজন নির্বাচিত এম,পি,মাহমুদ উস- সামাদ চৌধুরী। জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি,  আজ ' 'করোনা' ভাইরাসে' গুরুতর  অসুস্থ  শুনতে পাই! যিনি করোনা কালিন সময় প্রতিটি মুহূর্তে অসহায় মানুষের পাশে থেকে সাহসের  সাথে জীবনের ঝুঁকি নিয়ে জনগেন ঋণ পরিশোধে,নিজের ব্যক্তিগত তহবিল  থেকে বিপুল পরিমান খাদ্যসামগ্রী মুক্ত হস্তে দান করেন।

কোন বাচ, বিচার করেননি কে বিত্তশালী?  আর মধ্যে বিত্ত এবং সর্বোপরি নিম্নবিত্ত, দুঃস্ত মানুষ দেখে, খুঁজে,খুঁজে,  নগদ টাকা, জরুরী চাল,ডাল সহ নিত্য দিনের খাদ্য সামগ্রী বাড়িতে,বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর রহমত তখন কঠিন মনোবল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে শ্রমজীবী, কর্মহীন, বন্দি জনগনের পাশেঁ দাঁড়াতে পিছ পা হননি।উনির কথা হল এই ক্রাইসিস সময়ে মানুষ বাঁচানো হল আমার বড় রাজনীতি। কখনো মনে করেননি আমি করোনায় আক্রান্ত হব! সবই আল্লাহর উপর ভরষা করে জনগনের সেবক হিসেবেই কাজ করেছেন।

অসুখের ভয় মনে পাত্তা দেননি। আল্লাহর উপর ভরষা রেখেছেন, যে কারনে অসুস্থ হননি।আজ দেশ 'করোনার' থাবা অনেক অংশে কম। সরকারের সিদ্বান্ত সকল  এমপি,করোনার ভ্যাকসিন নিতে হবে। যেহেতু প্রতিদিন সাধারন জনগণের সাথে বিভিন্ন অনুষ্ঠানে  মিশতে হয় সে হিসেবেই   

 ভ্যাকসিন ও নিতে হয়েছে। হঠাৎ  খবর আসে বেশ অসুস্থ,করোনা ভাইরাসে! আসুন সকলে মিলে জনতার কয়েস ভাইয়ের জন্যে, এই বিপদে মন খোলে দোয়া করি আল্লাহর কাছে, সুস্থতা লাভ করুক।আবার জনগনের খেদমতে জনতার মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক।আমরা আল্লাহর কাছে যে,যে ভাবেই পারি দোয়া করি,এটাই করুনীয়। সবই আল্লাহর খুশিঁ।পরিশেষে, দোয়া করি,

আল্লাহ উনার মায়ার বান্দাকে সিফা দান করবেন, ইনশাআল্লাহ।'


Post a Comment

Previous Post Next Post