অভিনেতা শামীমের খোঁজ মিলেছে



অনলাইন ডেস্কঃ ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে। গত শুক্রবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ করেছিল তার পরিবার।

আশা জানান, ‘সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তার (শামীম) সন্ধান পেয়েছি। তিনি উলুখোলা এলাকায় শুটিংয়ে আছেন।

এরআগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে শামীম আহমেদের নিখোঁজের খবর প্রকাশ হয়। শামীমের স্ত্রী আশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছিলেন, ‘শুটিং করতে সিলেট গিয়ে সেখান থেকে আর ফেরেননি তিনি। আমার সঙ্গে সর্বশেষ ২০ তারিখ রাত ৯টার দিকে কথা হয়। তিনি তখন আমাকে জানিয়েছেন, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেছেন।’ কিন্তু বাসায় পৌঁছাননি শামীম। আশা আরও জানিয়েছিলেন, ১৬ তারিখ তিনি ইউটিউবারদের জন্য ভিডিওর শুটিং করতে সিলেটে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে ঝামেলাতেও জড়ান। ঝামেলায় পরে মুঠোফোনও খোয়া যায় তার। ২০ তারিখ রাতে সিলেট থেকে ফেরার সময় বাসের পাশের সিটের যাত্রীর ফোন থেকে স্ত্রী আশার সঙ্গে কথা বলেছিলেন শামীম।

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান শামীম আহমেদ। এরপর থেকে তিনি কমেডি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুই মেয়ে রয়েছে।


Post a Comment

Previous Post Next Post