প্রাইজমানি নকআউট ফুটবল টুনামেন্টের ২য় রাউন্ডে ইলিভেন ফাইটার্স শিবগঞ্জ



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার বরমচালের প্রাইজমানি এন্ড প্রাইজমানি নকআউট ফুটবল টুনামেন্টে ১ম রাউন্ড এর  খেলায় ইলিভেন ফাইটার্স শিবগঞ্জ সরাসরি কোয়ালিফাই হয়ে ২য়  রাউন্ড এ পৌছেছে।  আগামী ২৫ মার্চ ইলিভেন ফাইটার্স  শিবগঞ্জ সিলেট মুখোমুখি হতে যাচ্চে  এফ এফ সি বানিয়াচং এর বিরুদ্ধে। 

উক্ত ম্যাচ এর জন্যে পরিশ্রম করে যাচ্ছেন টিম ম্যানেজার আব্দুল জাব্বার মিটু, যার অক্লান্ত পরিশ্রম এর মধ্যদিয়ে টিম ইলিভেন ফাইটার্স শিবগঞ্জ সিলেট আজ এই পর্যায় এসে পৌছেছে।

এক পতিক্রিয়ায় তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ আমাদের টিমের সকল খেলোয়াড়, টিম স্পন্সর মেসার্স মনি ষ্টীলকর্পোরপশন(১), তামাবিল রোড, শিবগঞ্জ, সিলেট, আরও ধন্যবাদ জানাই বরমচাল খেলোয়াড় কল্যাণ সমিতি এর সকল কমিটিবৃন্দকে এত সুন্দর একটা টুনামেন্ট আয়োজন করার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই  মেসার্স মনি ষ্টীল কর্পোরেশনের প্রোপ্রাইটর জনাব  মোঃ দুলু মিয়া ভাইকে আমাদের সাথে থাকা ও সার্বিকভাবে সহযোগিতা করার জন্য।



Post a Comment

Previous Post Next Post