খাওয়ার দুধে গোসল করছেন ডেইরি কর্মী!

 

অনলাইন ডেস্কঃ মানুষের নানা রকমের সখ থাকে। আর সেই সখ পূরণ করতে গিয়ে শেষ পর্যন্ত যে হাজতবাসও করতে হতে পারে সেটা দেখা গেল তুরস্কের এক ডেইরি সংস্থার ২ কর্মীর ক্ষেত্রে। দুধের চৌবাচ্চায় গোসল করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই হাজতে জায়গা হয় ওই দুই অভিযুক্তের।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি দুধ প্রক্রিয়াকরণ কারখানার ভিতরে ১ কর্মী দুধ ভর্তি চৌবাচ্চায় গোসল করছেন। মগে করে পানির মতো দুধ তুলে মাথায় ঢালছেন। যে ভাবে কেউ বাথ টাবে নেমে গোসল করেন, একেবারে সেই ভাবে।

এই গোটা ঘটনা দ্বিতীয় কেউ ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার জেরে গ্রেফতার করা হয় ওই দুধে স্নান করা ব্যক্তি এবং ক্যামেরাম্যানটিকেও। দুধে গোসল করে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম উগুর টুটগুট। ইউটিউবে ভিডিয়োটি ৬ নভেম্বর আপলোড হয়েছে। আর তার পরই সেটি ভাইরাল হতে সময় নেয়নি।

এই ভিডিও সামনে আসার পর ওই দুধ প্রক্রিয়াকরণ কারখানাটি সামিয়ক ভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন কারখানাটিকে জরিমানাও করেছে।

Post a Comment

Previous Post Next Post