কমলগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

 


কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে নির্মল চন্দ্র সম্ভ (২৫) নামে এক যুবকের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

পুলিশ জানায়, সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনা সংলগ্ন মাধবপুর রোডে এক স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করার সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্যক্ত করার খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটক যুবক কমলগঞ্জের দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মৃত নৃপেন্দ্র শীলের ছেলে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post