আকবরের গ্রেপ্তারের খবর শুনে এসপি অফিসের সামনে জনতার ভিড়

 


নিউজ ডেস্কঃ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত, পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের খবর শুনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভিড় করেছেন উৎসুক জনতা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ও সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শতাধিক মানুষ আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দেয়।

এসময় সিলেটের সচেতন ছাত্র সমাজ নামে একটি সংগঠন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

এর আগে ঘটনার ২৮ দিন পর সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেপ্তার করে পুলিশ। রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া কানাইঘাট থানা পুলিশের হেফাজতে ছিল। আকবর হোসেন ভূঁইয়াকে কানাইঘাট থেকে সিলেট নিয়ে আসছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল। তাকে আনার পরই পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। ১১ অক্টোবর রাতেই রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

Post a Comment

Previous Post Next Post