বিছানার উপর সাপ, কামড়ে যুবকের মৃত্যু

 


অনলাইন ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় বাবলু শেখ (৩২) নামে এক যুবকের বিছানার উপর সাপ ছিল। ঘুমাতে গেলে রাতে ওই সাপের কামড়ে তার মৃত্যু হয়। রোববার রাতে উপজেলার শালফা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মহির উদ্দিন শেখের ছেলে বাবলু শেখ প্রতিদিনের মতো রোববার রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যায়। সবার অজান্তে একটি দারাজ জাতের সাপ বিছানায় আগে থেকেই ছিল বলে ধারণা পরিবারের।

বিছানা না দেখে বাবলু শেখ শুয়ে পড়লে ওই সাপে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্থানীয় এক ওঝাঁর মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামিয়ে আনার পর আবারও সে তার বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। - যুগান্তর

Post a Comment

Previous Post Next Post