শ্রীমঙ্গলে বিভিন্ন অপরাধে ৭ জন গ্রেফতার



বিশেষ প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থেকে ৩ জুয়ারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত্র ৩টায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে জোয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করে।
আসামিরা হলেন ১) এলাইছ মিয়া ২) রুবেল মিয়া ৩) বিল্লাল হোসেন। শ্রীমঙ্গল থানার এএসআই মো. আকরাম জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৬৭ ইং জুয়া আইন ৩ ও ৪ দ্বারা মামলা হয়।

এদিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ভারতীয় মদ সহ ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) বিনোদ তাঁতী ২) ৩১ পিছ ইয়াবা সহ গ্রেফতারকৃত আসামি আঃ খালেদ ৩) মিরাজ মিয়া, ৪) সাদ্দাম হোসেন।
আটককৃতদের বিরুদ্ধে জিআর পরোয়ানা সহ আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। মাদক ও জুয়া এমনই অপরাধ, যা দমন করতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Post a Comment

Previous Post Next Post