প্রাক্তন প্রধান শিক্ষক আলাউ‌দ্দিন আহমদের দাফন সম্পন্ন

 



নিউজ ডেস্ক: কুলাউড়ার ঐ‌তিহ্যবা‌হি বিদ্যা‌পিঠ রা‌বেয়া আদর্শ সরকারী বিদ্যাল‌য়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কুলাউড়া পাব‌লিক লাই‌ব্রে‌রির প্রাক্তন প‌রিচালক আলাউ‌দ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অ‌ক্টোবর) সকাল ১১ টা ৪৫ মি‌নি‌টে উপ‌জেলার সদর ইউ‌নিয়নের বরকাপন এলাকায় নিজ বা‌ড়ি‌তে তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন। মৃত্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছি‌লো  ৭০ বছর। তি‌নি স্ত্রী, ৪ ছে‌লে, এক মে‌য়েসহ অসংখ গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

মরহুমের জানাজার নামাজ সোমবার বিকেল ৩ টায় বড়কাপন জালালীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্টিত হয়। শত শত ছাত্রছাত্রী, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ জানাজার প্রাঙ্গণে উপ‌স্থিত সবাই ‌শো‌কে বিহ্বল হ‌য়ে প‌ড়ে। জানাজা শে‌ষে হাজিপুর ইউনিয়নের গ্রামের বাড়ীর পা‌রিবা‌রিক কবরাস্থা‌নে চির শা‌য়িত হন ‌এই মানুষটি। 

Post a Comment

Previous Post Next Post